কি সেবা কিভাবে পাওয়া যায়ঃ
ক্রমিক নং | সেবা কেন্দ্রের নাম
|
সেবার ধরণ |
সেবা পাওয়ার উপায় |
|
মা ও শিশু কল্যাণ কেন্দ্র
| গর্ভবতী মা, শিশু স্বাস্থ্য সেবা, ডেলিভারী সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, পরিবার নপরিকল্পনা স্থায়ী পদ্ধতি পুরম্নষ ও মহিলার ভ্যসেকটমী ও টিউবেকটমী অপারেশন, ইমপস্ন্যান্ট ও আই ইউডি সেবা প্রদান সহ অস্থায়ী পদ্ধতি ইনজেকশন, খাওয়ার বড়ি, কনডম সামগ্রী বিতরণ এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
| কেন্দ্রে গিয়ে সেবা প্রাপ্তির চাহিদা জানালেই বিনামূল্যে সেবাসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্রদান করা হয়।
|
| ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র | ডেলিভারী সেবা মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী পদ্ধতি আই ইউডি সেবা প্রদান সহ অস্থায়ী পদ্ধতি ইনজেকশন, খাওয়ার বড়ি, কনডম সামগ্রী বিতরণ
|
কেন্দ্রে গিয়ে সেবা প্রাপ্তির চাহিদা জানালেই বিনামূল্যে সেবাসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্রদান করা হয়।মা
|
| কমিউনিটি ক্লিনিক | পরিবার পরিকল্পনা অস্থায়ী পদ্ধতি ইনজেকশন, খাওয়ার বড়ি, কনডম সামগ্রী বিতরণএবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
|
কেন্দ্রে গিয়ে সেবা প্রাপ্তির চাহিদা জানালেই বিনামূল্যে সেবাসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্রদান করা হয়।
|
| স্যাটেলাইট ক্লিনিক | মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী পদ্ধতি আই ইউডি সেবা প্রদান সহ অস্থায়ী পদ্ধতি ইনজেকশন, খাওয়ার বড়ি, কনডম সামগ্রী বিতরণ প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
|
কেন্দ্রে গিয়ে সেবা প্রাপ্তির চাহিদা জানালেই বিনামূল্যে সেবাসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্রদান করা হয়।
|
|
ইউনিট | পরিবার পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি ইনজেকশন পুশ , খাওয়ার বড়ি, কনডম সামগ্রী বিতরণ প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
| ইউনিটের কর্মী দম্পতিদেও বাড়ী বাড়ী গিয়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী খাওয়ার বড়ি কনডম বিতরণ করেন । ধাত্রীবিদ্যায় প্রশিÿণ প্রাপ্ত কর্মী ডেলিভারী সেবা প্রদানসহ পরিকল্পত পরিবার গঠনে উদ্বুদ্ভ করেন
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস